বাজিস-৬ : ১৮ ঘন্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

125

বাজিস-৬
ময়মনসিংহ-ট্রেন-চলাচল
১৮ ঘন্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে
ময়মনসিংহ, ৯ জুলাই, ২০১৮ (বাসস) : প্রায় ১৮ ঘন্টা পর ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেল ক্রসিংয়ে মোটর সাইকেলকে চাপা দেয়ায় দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রিলিফ ট্রেনের সাহায্যে গত রাত থেকেই রেল কর্মীরা উদ্ধার কাজ শুরু করে আজ সোমবার দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করে। এরই মধ্যে রেল কর্মীরা লাইনের সংস্কার কাজও শেষ করেছে।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম। তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেল ক্রসিং পার হওয়ার সময় সামনে দিয়ে যাওয়া একটি মোটর বাইককে চাপা দেয়। এ সময় চালক মোটর সাইকেল থেকে লাফিয়ে প্রাণে বাঁচে। ট্রেনের ইঞ্জিনের সাথে মোটর বাইক চাপা খেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে গিয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে ট্রেনের কোনো বগি লাইনচ্যুত হয়নি। তিনি আরো জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় দুপুর দেড়টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্যে মেইল ট্রেন কমিউটার এক্সপ্রেস ছেড়ে গেছে।
বাসস/সংবাদদাতা/১৬০০/-মরপা