তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ২৪ : আহত শতাধিক

200

ইস্তাম্বুল, ৯ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ভারী বর্ষণে মাটি সরে যাওয়ায় লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। খবর এএফপি’র।
রোববার গ্রিস ও বুলগেরিয়া সীমান্তের এদির্নে অঞ্চল থেকে ৩ শ ৬০ জনের বেশি যাত্রী নিয়ে ইস্তাম্বুলের হালকলি স্টেশনে যাওয়ার পথে ট্রেনটির ছয়টি বগি লাইচ্যুত হয়।
উপপ্রধানমন্ত্রী রিসেপ একডাগ বলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ জন থেকে বেড়ে ২৪ জন হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, সোমবার সকালে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয়।
তুরস্কের সংবাদ মাধ্যম স্বাস্থ্যমন্ত্রী আহমিত ডিমারকানের বরাত দিয়ে জানায়, দুর্ঘটনার পর ৩ শ’ ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও ১ শ ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
যোগাযোগ মন্ত্রী আহমিত আরর্সলান বলেন, ভারী বর্ষণে মাটি সরে যাওয়ায় ৩ শ’ ৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। তিনি বলেন, গত এপ্রিল মাসে সর্বশেষ রেল পথের পরীক্ষা করা হয়েছে।
ট্রেনটি তিকিরদাগের করলু জেলার সারাইলার গ্রামে লাইনচ্যুত হয়।