বাসস দেশ-৩ : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক

243

বাসস দেশ-৩
আতিক-ভোট
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক
ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সোয়া ৮টায় ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।
ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নৌকা প্রতীক নিয়েই আমাদের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। এই নৌকায় জনগণ ভোট দিয়েছেন বলেই আজ এতো উন্নয়ন হচ্ছে। আমি কথা দিতে পারি- আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে উত্তর সিটি করপোরেশনকে আমি একটি সচল নগরী হিসেবে গড়ে তুলব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নগরবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।
তার ভোটার নম্বর ৩ হাজার ৭৩৬। ওই কেন্দ্রে তিনিই ছিলেন প্রথম ভোটার।
ভোট দেয়ার পর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে বের হন।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/এফএইচ/১০১০/- জেজেড