বাসস বিদেশ-১০ : থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ফুটবল দল, কয়েক ঘন্টার মধ্যে সুখবরের প্রত্যাশা

141

বাসস বিদেশ-১০
থাইল্যান্ড-গুহা-উদ্ধার
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ফুটবল দল, কয়েক ঘন্টার মধ্যে সুখবরের প্রত্যাশা
মায়ে সাই (থাইল্যান্ড), ৯ জুলাই, ২০১৮ (বাসস) : থাইল্যান্ডে বন্যাপ্লাবিত গুহায় এই পর্যন্ত আটকে থাকা ফুটবল দল উদ্ধারে যে আন্তর্জাতিক দল কাজ করছে সোমবার তার প্রধান বলেছেন, কয়েকঘন্টার মধ্যেই সুখবর পাওয়া যাবে।
দ্বিতীয় দফায় উদ্ধার কাজের ঘোষণা দেয়ার পর নারংসাক অসোতানাকর্ণ সাংবাদিকদের বলেন, ‘সব সরঞ্জাম প্রস্তুত। অক্সিজেন বোতলও রেডি রাখা হয়েছে। পরবর্তী কয়েকঘন্টার মধ্যে আমরা সুখবর পাবো।’
বাসস/এএফপি/জুনা/১৫৪৬/আরজি