প্রাক্তন সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

359

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজি উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ওয়াজি উদ্দিন খান সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী ছিলেন। তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও এক শোক বার্তায় ওয়াজি উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় স্পিকার বলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর অবদানের কথা জাতি স্মরণ রাখবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পৃথক বিবৃতিতে ওয়াজি উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পাবনা-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খান ৮৪ বছর বয়সে পাবনা শহরের আটুয়া হাউসপাড়া এলাকায় তাঁর বাসভবনে আজ সকালে মারা গেছেন।