স্থানীয়দের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইসির অনুমোদন নিয়ে মোমেনের প্রশ্ন

350

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২০ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিভিন্ন বিদেশী মিশনে কর্মরত ২৮ জন বাংলাদেশী নাগরিককে আগামীকালের সিটি নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
চীনের করোনাভাইরাস-আক্রান্ত উহান শহরে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনার প্রস্তুতি দেখতে আজ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, ‘তারা (ইসি) কীভাবে এটি করেছেন সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী কোনও বাংলাদেশী নাগরিককে এখানে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেয়া যাবে না।
‘এটি আইন লঙ্ঘন … সকল দেশে এটি একটি আদর্শ,’ তিনি যোগ করেন।
নির্বাচন কমিশন গতকাল ৭৪ জনকে অভ্যন্তরীণ পর্যবেক্ষক হিসাবে অনুমোদন দিয়েছে, যাদের মধ্যে ৪৬ বিদেশী এবং ২৮ জন বাংলাদেশী। তারা এখানকার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও ইউরোপীয় কমিশনের ১০টি বিদেশ মিশনে কর্মরত রয়েছেন।
মোমেন বলেন, ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে অবশ্যই অ-বাংলাদেশী নাগরিক হতে হবে … তবে দুর্ভাগ্যজনকভাবে এখানকার বিদেশী মিশনগুলো তাদের বাংলাদেশী স্টাফদেরকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে নিয়োজিত করেছে’। আইনটি জানার পরও বিদেশী মিশনগুলো এই সিদ্ধান্ত নিয়েছে দাবি করে মোমেন বলেন, ‘তাদের (বিদেশী মিশন) অবশ্যই দায়িত্বশীল হওয়া এবং আচরণবিধি অনুসরণ করা উচিত।’
অনুমোদন বাতিল করার কোনও সুযোগ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের কাজ, তারা (ইসি) ভাল জানেন (তাদের কী করা উচিত)।’
মোমেন বলেন যেহেতু এখানে বিদেশী মিশনগুলোকে দেশের আইন সম্পর্কে অবহিত করা হয়েছে, সেহেতু তাদের স্থানীয় স্টাফদের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসাবে কাজ করার অনুমতি দেয়া উচিত হয়নি।’
তিনি বলেন, ‘যদি তারা তাদের নাগরিকদের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করে, ‘তাহলে আমাদের কোনও আপত্তি নেই। তবে আমাদের নাগরিকদের নয়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানকার কূটনীতিকরা বিরোধী দলের নেতাদের সাথে দেখা করতে চাইলে সরকারের কোনও সমস্যা নেই। আমরা কেবল বলছি, আমাদের আইন লঙ্ঘন করবেন না।’
এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে মোমেন বিদেশী কিছু মিশন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এখানে বিদেশী কূটনীতিকরা ‘আচরণবিধি’ মেনে চলবেন।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এখানে কিছু বিদেশী কূটনীতিক ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বৈঠক করার খবর প্রকাশের পর মোমেন বলেন, ‘দুঃখের বিষয় এখানে কিছু বিদেশী মিশন আমাদের অভ্যন্তরীন ইস্যুতে হস্তক্ষেপ করছে, তাদের নিজ নিজ দায়িত্বের বাইরে ঘরোয়া ইস্যুতে হস্তক্ষেপ করা ঠিক নয়।’
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন ধরণের হস্তক্ষেপ ছাড়া সকলকে একটি মডেল নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের একটি খুব সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থা রয়েছে। আমরা খুব স্বচ্ছ। আমাদের নির্বাচন হবে খুব স্বচ্ছ।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) উভয়ের মেয়র ও কাউন্সিলর নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে।