বাজিস-১ : গোপালগঞ্জের কাশিয়ানীতে উদ্ধারকৃত জমিতে পার্ক নির্মাণের উদ্যোগ

139

বাজিস-১
গোপালগঞ্জ- পার্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে উদ্ধারকৃত জমিতে পার্ক নির্মাণের উদ্যোগ
গোপালগঞ্জ, ৩১ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারকৃত সরকারি জমিতে পার্ক নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
উপজেলার গোপালপুর বাসষ্ট্যান্ড থেকে রামদিয়া সড়কে যেতে বামপাশে এক দশমিক শূন্য এক একর জমিতে নির্মিতব্য এই পার্কের নাম দেয়া হয়েছে তিলছড়া পার্ক।
সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানান, উপজেলার ৮৬নং তিলছড়া মৌজার ৩৩২৬ নং দাগের বিআরএস-১ খতিয়ানভুক্ত হালটের ১ দশমিক ০১ একর সম্পত্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে ছিল। গত ১৯ ডিসেম্বর এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল উদ্ধারকৃত সরকারি জমিতে পার্ক নির্মানের উদ্যোগকে স্বাগত জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, কাশিয়ানী উপজেলায় মানুষের বিনোদনের জন্য সরকারিভাবে কোন পার্ক নেই।এ বিষয়টি বিবেচনা করে তিলছড়া এলাকায় উদ্ধারকৃত সরকারি জমিতে পার্কটি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৩৩/এমকে