নেপালের  টি-২০ লীগে খেলবেন গেইল

210

কাঠমান্ডু, ৩১ জানুয়ারী, ২০২০ (বাসস/এএফপি) : নেপালের ঘরোয়া টি-২০ ক্রিকেট লীগে খেলবেন বলে ঘোষনা দিয়েছেন সংক্ষিপ্ত ভার্সনের ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
হিমালয় কন্যায় এভারেস্ট প্রিমিয়ার লীগের(ইপিএল) আসন্ন চতুর্থ আসরে পোখারা রিনোস-এর হয়ে খেলবেন বলে গতকাল নিজেই ঘোষনা দিয়েছেন টি-২০ ক্রিকেটের সঘোষিত ‘ইউনিভার্স বস’ গেইল।
নিজের টুইটার একাউন্টে এক ভিডিও বার্তায় গেইল বলেন,‘ গেইল ঝড়ের জন্য প্রস্তুত হও নেপাল। জবরদস্ত একটা কিছু হবে । শিগগিরই নেপালে দেখা হবে।’
আগামী ১৪ মার্চ শুরু হওয়া ছয় দলের এ টুর্নামেন্টে আফগান্তিানের মোহাম্মদ শাহজাদ এবং শ্রীলংকার উপুল থারাঙ্গাসহ বিদেশী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বাড় তারকা গেইল।
ইপিএল ব্যবস্থাপনা পরিচালক আমির আখতার বলেন হিমালায়ের দেশটিতে খেলাতে গেইলকে রাজি করাতে কয়েক মাস সময় লেগেছে।
বার্তা সংস্থা এএফপিকে আখতার বলেন,‘যাতে গেইলের মত কেউ যাতে খেলতে রাজি হন, সে জন্য লীগটিকে পরিপক্ক ও আন্তর্জাতিক বাজারে একটি নির্দিস্ট খ্যাতি অর্জন করতে হয়েছে ।’
‘এটা একটা স্বচ্ছ, নাম করা লীগ তদুপরি ক্রিকেট অনুরাগীরা এখানে খেলা দেখে-সেটা নিশ্চিত করে তাকে রাজি করাতে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে।’
‘এটা এমন ইঙ্গিত দেয় যে, নেপার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে।’
গত বছর আগস্টের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে না খেলা ৪০ বছর বয়সী গেই সম্প্রতি‘ যতদিন সম্ভব টি-২০ এবং ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার’ ঘোষনা দিয়েছেন।