ইয়েমেন সংঘর্ষ দ্রুত অবসানের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

287

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৩১ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনে দ্রুত সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এ সংঘর্ষ যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে ব্যাহত করছে। খবর এএফপি’র।
নিরাপত্তা পরিষদের সদস্যরা নাহম ও আল জাওফে ব্যাপক সহিংসতায় সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের সর্বসম্মত ঘোষণায় একথা বলা হয়।
ঘোষণায় বলা হয়, যুদ্ধ অবসানে ইয়েমেনের সর্বোত্তম সুযোগ হিসেবে ২০১৮ সালের ডিসেম্বরে সুইডেনে স্বাক্ষরিত যুগান্তকারী চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় হোদেইদা নগরীতে অস্ত্রবিরতি বজায় রাখা প্রয়োজন ছিল।
নিরাপত্তা পরিষদের সদস্যরা মানবিক কর্মীদের প্রতি সব ধরনের হুমকি দ্রুত বন্ধ এবং দেশটির উত্তরাঞ্চলে নিরাপদ ও অবাধ প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানায়।
ব্রিটেনের অনুরোধে মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের এক জরুরি বৈঠকে ঘোষণা দেয়া হয়।
২০১৫ সালে শুরু এ যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লড়াই করে আসছে।
বেসরকারি বিভিন্ন গ্রুপ জানায়, ইয়েমেনে এ যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। জাতিসংঘ ইয়েমেন যুদ্ধকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।