করোনাভাইরাসের কারণে চীন সফর না করতে মার্কিন নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

218

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): চীনে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে দেশটি সফর না করতে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখার ব্যাপারে তারা পরামর্শ দিয়েছে। খবর এএফপি’র।
জারি করা চতুর্থ ধাপের এক সতর্ক বার্তায় মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করার পর মার্কিন নাগরিকদের এমন পরামর্শ দেয়া হলো। হুবেই প্রদেশের উহান নগরী থেকে ভাইরাসটির উৎপত্তি ঘটে।
হাল নাগাদ এক ভ্রমণ পরামর্শে মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ব্যবসায়িক বা অন্য কোন কারণে বর্তমানে চীনে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগের বিষয়টি বিবেচনা করা উচিত হবে।
অবস্থান করা জরুরি না এমন সকল ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের উহান থেকে চলে আসার নির্দেশ দিয়ে তারা গত সপ্তাহে এক বার্তা জারি করেছিল।