বাসস দেশ-৩ : বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে গবেষকদের দিনব্যাপী মতবিনিময় সভা আগামীকাল

131

বাসস দেশ-৩
সংস্কৃতি-বাংলা ইউনিকোড
বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে গবেষকদের দিনব্যাপী মতবিনিময় সভা আগামীকাল
ঢাকা, ৯ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলা ভাষা অঞ্চলের জন্য বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে ‘নিউ ব্রাহসি জেনারেশন প্যানেল’-এর সঙ্গে বাংলাদেশের গবেষকদের দিনব্যাপী এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ শুরু হবে এ সভা।
এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম থাকবেন বিশেষ অতিথি।
এ ছাড়া সভায় অধ্যাপক ড. পবিত্র সরকার, অধ্যাপক ড. উদয় নারায়ণ সিংহ, সমীরণ গুপ্ত, অধ্যাপক ড. আতিউর রহমান খান এবং থাইল্যান্ডের পিটিনান কুয়ারমর্নপাতানাসহ বাংলাদেশ থেকে আরো অংশগ্রহণ করবেন বিষয়সংশ্লিষ্ট গবেষকবৃন্দ।
বাসস/সবি/এসএমএস/১৪৫০/কেজিএ