বাসস সংসদ-২ : চলতি বছরে বিমান বহরে আরো ৩টি যাত্রীবাহি বিমান সংযোজিত হবে: মাহবুব আলী

252

বাসস সংসদ-২
মাহবুব আলী- বিমান
চলতি বছরে বিমান বহরে আরো ৩টি যাত্রীবাহি বিমান সংযোজিত হবে: মাহবুব আলী
সংসদ ভবন,৩০ জানুয়ারি ২০২০ (বাসস) : সোমরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বহরে চলতি বছর আরো ৩টি নতুন যাত্রীবাহি বিমান সংযোজিত হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে জি টু জি পর্যায়ে নতুন ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ ক্রয়ের জন্য কানাডিয়ান কমর্সিয়াল করর্পোরেশনের সাথে ২০১৮ সালের ১ আগস্ট একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ ইড়োজাহাজসমূহ চলতি ২০২০ সালের মে, জুন ও জুলাই এ বিমান বহরে সংযোজিত হবে।
তিনি আরো জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সে বহরে মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইয়ার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, ২টি ৭৩৭-৮০০ ও লীজ করা ৪টি এবং লীজে নেয়া ২টি ড্যাশ ৮ কিউ৪০০ রয়েছে।
মাহবুব আলী তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জাবাবে জানান, গত বছর বিমানের ট্যাক্স পূর্ব লাভ হয়েছে ৪৬০ কোটি টাকা। একই সময় মোট আয় হয়েছে ৪ হাজার ৩০৫ কোটি টাকা।
বাসস/এমআর/১৭৫৫/-আসচৌ