সিটি নির্বাচনের সার্বিক অবস্থা ভালো : এইচটি ইমাম

145

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেন, সিটি নির্বাচনের সার্বিক অবস্থা ভালো।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এইচটি ইমাম বলেন, ‘রাজধানীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে অন্য কোনো দেশ, কোনো দেশের রাষ্ট্রদূত, পর্যবেক্ষক বা প্রতিনিধি যেন স্থানীয় আইন-কানুনের বাইরে গিয়ে কোনো ধরনের মাতব্বরির চেষ্টা না করে, সে ব্যাপারে নজর রাখতে নির্বাচন কমিশনকে বলেছি।’
তিনি বলেন, অন্য দেশের কেউ যেন এখানে মাতুব্বরি না করেন। অনেক সময় অনেকেই অনেক কথা বলে ফেলেন, যা আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষের মতো মনে হয়। কিন্তু বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত। এ ধরনের ইস্যুতে অন্য দেশগুলোর অনেক বিধিনিষেধ থাকে, অনেক নিয়মকানুন মানতে হয়।
এইচটি ইমাম বলেন, ‘গত নির্বাচনে কোনো বিশেষ একটি দেশের অ্যাম্বাসেডর ক্যামেরা নিয়ে পোলিং বুথে ঢুকে গিয়েছিলেন। সিটি নির্বাচনে যেন এ ধরনের ঘটনা না ঘটে। আমরা রাষ্ট্রদূতদের যথেষ্ঠ সম্মান করি। বাংলাদেশের মতো এতো আদর-যতœ কেউ করে না। সেভাবেই আতিথেয়তা করবো। কিন্তু আতিথেয়তার মানে এই নয় যে, সেই সুযোগে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করবে।’
তিনি বলেন, ‘আমরা এখন নিজস্ব খরচে বড় বড় প্রজেক্ট করতে পারি। এই উচ্চতায় এসে গণতান্ত্রিক রীতিনীতি ও নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তনগুলো এনেছি আমাদের চাওয়া সেগুলো অন্যরা মেনে চলুক। আমরা চাই সুষ্ঠুভাবে তারা নির্বাচন পর্যবেক্ষণ করুক। আন্তর্জাতিক কোড অব কনডাক্ট ও নির্বাচন কমিশনের নিয়ম ও সংবিধান মেনে চলুক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে পাহারা বসানোর কথা বলেছেন বিএনপি নেতারা। কিন্তু কেন্দ্রে পাহারা বসানোর অধিকার তাদের কে দিয়েছে? কোন দলই এটা করতে পারেন না।
তিনি বলেন, ‘বিএনপি প্রথম থেকে দু’টি কাজ করছে, এর একটি হলো- তারা বলছে এ সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। অন্য কাজটি হলো- শুরু থেকেই তারা বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে হেয় করার চেষ্টা করছে। আমরা গতদিন বলেছিলাম, ২০১৪-১৫ সালে অগ্নিসন্ত্রাসের হোতারা ঢাকার বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তাদের প্রতি কড়া নজর রাখতে হবে, প্রয়োজনে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’
এইচটি ইমাম বলেন, নির্বাচনে যখন পরাজয়ের লক্ষণ দেখা যায়, তখন বিএনপি বলে, আমরা এখন যাই নির্বাচন সুষ্ঠু হবে না। অথবা তারা বলে সন্ত্রাসী কমর্কান্ডের কথা। এবারে সে ধরনের সুযোগ যেন না থাকে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউসার, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম উপস্থিত ছিলেন।