অল্প সময়ের জন্যে জ্ঞান হারালেন জাপানের সাবেক সম্রাট

186

টোকিও, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক): জাপানের সাবেক সম্রাট আকিহিতো এ সপ্তাহে তার বাসভবনে অল্প সময়ের জন্যে জ্ঞান হারান এবং পড়ে যান। তবে মেডিকেল চেক-আপে ‘কোন অস্বাভাবিকতা’ ধরা পড়েনি। বৃহস্পতিবার সরকার একথা জানায়। গত বছর তিনি সিংহাসন ছেড়ে দেন। খবর এএফপি’র।
ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সির এক কর্মকর্তা এএফপি’কে বলেন, বুধবারের ঘটনার পর চিকিৎসকরা ৮৬ বছর বয়সী এ সম্রাটের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।
ওই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার আকিহিতোর এমআরআই করা হলেও চিকিৎসকরা তাতে কোন অস্বাভাবিকতা পাননি। তিনি আরো বলেন, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন।
গত জুলাইয়ে আকিহিতো সাময়িকভাবে মস্তিস্ক-সংক্রান্ত রক্তস্বল্পতায় ভোগেন।
এরআগে প্রস্টেট ক্যান্সার ও হৃদপিন্ডের সমস্যার কারণে সাবেক এ সম্রাটের অস্ত্রোপচার করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালে তার পুত্র সম্রাট নারুহিতো সিংহাসনে বসেন।