বাসস দেশ-৭ : ঢাকা সিটির ভোট কেন্দ্রে চলছে অনুশীলনমূলক ভোটিং

103

বাসস দেশ-৭
অনুশীলন-ভোট
ঢাকা সিটির ভোট কেন্দ্রে চলছে অনুশীলনমূলক ভোটিং
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস) : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজধানীর সকল ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) অনুশীলনমূলক ভোটিং চলছে।
দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে অনুশীলনমূলক ভোটিং শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ইভিএম-এ ভোট প্রদানের প্রক্রিয়ার সঙ্গে ভোটাররা পরিচিত নন। তাই ভোটারদের ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হয়, তা জানাতে নির্বাচন কমিশন এ ব্যবস্থা গ্রহণ করেছে। জানার আগ্রহ নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভিড় করছেন।
এবারের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাচ্ছেন ভোটাররা।
ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ ৯ হাজার ভোটার এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার ইভিএমের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসস/এমএসএইচ/১৫৫২/-এমএবি