বাসস বিদেশ-২ : চীনে নতুন করোনাভাইরাস নিউমোনিয়ায় ৭,৭১১ জন আক্রান্ত, ১৭০ জনের মৃত্যু

162

বাসস বিদেশ-২
চীন-করোনাভাইরাস
চীনে নতুন করোনাভাইরাস নিউমোনিয়ায় ৭,৭১১ জন আক্রান্ত, ১৭০ জনের মৃত্যু
বেইজিং, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, প্রাদেশিক পর্যায়ের ৩১টি অঞ্চলে সাত হাজার ৭১১ জন নতুন করোনাভাইরাস জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।
জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রাত্যহিক প্রতিবেদনে জানায়, ভাইরাসে মোট আক্রান্তের মধ্যে এক হাজার ৩৭০ জনের অবস্থা গুরুতর। বুধবার এ ভাইরাসে ১২ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুস্থ্য হয়ে ওঠায় মোট ১২৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার নতুন করে এক হাজার ৭৩৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে এই প্রথম চীনের স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চলে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ভাইরাসটিতে নতুন আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনই হুবেই প্রদেশের এবং একজন সিচুয়ান প্রদেশের বাসিন্দা।
এছাড়া বুধবার ১৩১ রোগি মারাত্মকভাবে অসুস্থ্য হয়ে পড়ে এবং সুস্থ্য হয়ে ওঠায় ২১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। ৮১,৯৪৭ জনকে মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাসস/এমএজেড/১১৪০/এমএবি