বাসস দেশ-৩৪ : মুজিববর্ষে নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুপারিশ

226

বাসস দেশ-৩৪
মৈত্রী গ্রুপের বৈঠক-সুপারিশ
মুজিববর্ষে নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুপারিশ
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে আজ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং মুজিববর্ষে নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া বৈঠকে শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সংগে সম্পর্ক উন্নয়নেরও সুপারিশ করা হয় ।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
মৈত্রী গ্রুপের সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির অপর সদস্যরা হলেন, সংসদ সদস্য মো: রুস্তম আলী ফরাজী, মাহবুব আরা বেগম গিনি, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো: মকবুল হোসেন, মো: আবদুস সোবহান মিয়া, আহসানুল ইসলাম (টিটু) এবং সৈয়দা জাকিয়া নূর।
সভাপতি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ও ব্রিটেনের জাতীয় সংসদের সংসদ সদস্যগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি ও ভাবের আদান প্রদানের জন্য এ মৈত্রী গ্রুপ গঠন করা হয়েছে।
রাজনৈতিক, সাংস্কৃতিক ,বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণের ক্ষেত্রে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ গ্রুপ গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এফএইচ/২০৩৮/শআ