বাসস দেশ-৩১ : জাল নোট উদ্ধার মামলায় ক্যামেরুনের দুই নাগরিক কারাগারে

217

বাসস দেশ-৩১
জাল নোট-উদ্ধার-কারাগার
জাল নোট উদ্ধার মামলায় ক্যামেরুনের দুই নাগরিক কারাগারে
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : লাখ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ক্যামেরুনের দুই নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তারা হচ্ছে- পোওকাম টিসিডজিও (৩০) এবং মোহামাদুবাহ (২৭)।
আজ বুধবার দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক ফারুক হোসেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৫ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৯৪৬/অমি