চীন-ফেরতদের পর্যবেক্ষণে রাখা হবে : মোমেন

339

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ বলেছেন যে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনা কর্তৃপক্ষের ১৪ দিনের নিষেধাজ্ঞার পর সেখান থেকে দেশে ফিরে আসা বাংলাদেশিদের পর্যবেক্ষণে রাখা হবে। তিনি এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের বলেন, ‘তারা ফিরে এলে আমাদের পর্যবেক্ষণে থাকবেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বন্ধের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার মারাত্মক ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন থেকে ‘ফিরে আসতে ইচ্ছুক’ বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং এমনকি একটি বিমান প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেরি করছি না। চীন অনুমতি দিলে আমরা তাদের (বাংলাদেশি নাগরিকদের) ফিরিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত।’
ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীন সরকার উহান ও অন্যান্য শহর সিল করে দিয়েছে। এতে হাজার হাজার বিদেশিসহ ৫০ মিলিয়নেরও বেশি লোক কার্যকরভাবে আটকা পড়েছে।
মোমেন বলেন, ১৪ দিনের কোয়ারানটাইন পিরিয়ড অনুসরণে চীন সরকার অত্যন্ত কঠোর রয়েছে। এমনকি তারা জাপান ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেনি। তিনি বলেন, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস এখন ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহানে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। যেসব শিক্ষার্থী ফিরে আসতে ইচ্ছুক তাদেরকে তা দেখিয়ে রেজিস্ট্রেশন করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে তাদের ফর্ম সরবরাহ করেছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা ১৩২ এবং সংক্রমণের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি।