বাসস বিদেশ-২ : পাপুয়া নিউগিনিতে কারাগার ভেঙ্গে পালানোর সময় গুলিতে ৪ জন নিহত

175

বাসস বিদেশ-২
কারাগার-অপরাধ-পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনিতে কারাগার ভেঙ্গে পালানোর সময় গুলিতে ৪ জন নিহত
সিডনী, ৯ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : পাপুয়া নিউগিনির একটি কারাগার ভেঙ্গে গণহারে আসামিরা পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো নয় আসামি পলাতক রয়েছে। সোমবার একথা জানানো হয়। খবর এএফপি’র।
শনিবার দর্শনার্থীদের সাক্ষাতের সময় বাইরে থেকে একটি ছুরি আনার অভিযোগকে কেন্দ্র করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশের দ্বিতীয় বৃহত্তর শহর লাইয়ের বিউমো কারাগার থেকে আসামিরা পালানোর জন্য ধাক্কাধাক্কি শুরু করলে সেখানে এ হতাহতের ঘটনা ঘটে।
পিএনজি পোস্ট কুরিয়ার জানায়, এ সময় এক কারারক্ষীকে ছুরিকাঘাত করে আসামিরা কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যায়।
গত বছর মে মাসে একই কারাগারে এমন এক ঘটনায় পুলিশের গুলিতে ১৭ বন্দী নিহত হয় এবং ৫৭ জন পালিয়ে যায়।
লাই কারাগারের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্থনি ওয়াগাম্বি জুনিয়র জানান, কারাগার ভেঙ্গে আসাসিরা পালিয়ে যেতে পারে সে ব্যাপারে পুলিশকে সতর্ক করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ফলে জেলখানার জরুরি ঘণ্টা বাজানোর পরপরই সেখানে অভিযান শুরু করা হয়।
জেল পালানো আসামিরা দৌড়ে গিয়ে বিভিন্ন টহল গাড়িতে ওঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যকরে পাথর ছুড়তে থাকে। এ সময় তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে তিনি জানান।
বাসস/এসই/১২২১/এমএজেড