বাসস দেশ-৫২ : রাষ্ট্র ব্যর্থ হলে নাগরিকদের রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

434

বাসস দেশ-৫২
মোমেন-নাগরিক
রাষ্ট্র ব্যর্থ হলে নাগরিকদের রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্র যদি গণহত্যা, জাতিগত নিধন, যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ থেকে নাগরিকদের রক্ষায় ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের সার্বিক দায়-দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ‘সহিংস পরিবেশ সৃষ্টি, যুদ্ধ ও সন্ত্রাস এবং গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ বন্ধে জাতিসমূহের মধ্যে শক্তিশালী জনসচেতনতা সৃষ্টির সময় এসেছে।’
আজ রাজধানীর একটি হোটেলে ‘ইমপ্লিমেন্টশন অব থার্ড ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) অব বাংলাদেশ’ শীর্ষক এক কমর্শালার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ আবাসিক সমন্বয় অফিস এবং অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউমেন রাইটস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আন্তর্জাতিক বিচার আদালতে সম্প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মামলায় দেয়া রায়কে মানবতার বিজয় হিসেবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এটি গাম্বিয়া, ওআইসি এবং লাখ লাখ রোহিঙ্গার বিজয়।
তিনি বলেন, রাখাইন থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গাকে রক্ষা করেছেন ‘মাদার অব হিউমেনিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস/টিএ/অনুবাদ-এবিএইচ/২৩০৫/এবিএইচ