বাসস দেশ-৪১ : চট্টগ্রামে ইনোভেশন শোকেসিং শুরু ৩০ জানুয়ারি

119

বাসস দেশ-৪১
ইনোভেশন-শোকেসিং
চট্টগ্রামে ইনোভেশন শোকেসিং শুরু ৩০ জানুয়ারি
চট্টগ্রাম, ২৮ জানুয়ারি ২০২০ (বাসস) : চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দুই দিনব্যাপী ‘ইনোভেশন শোকেসিং-২০২০’ আগামী ৩০-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলরুমে মাঠ পর্যায়ের সব উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।
বিশেষ অতিথি থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
এতে সভাপতিত্ব করবেন সরকারের সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা জানান,উদ্বোধনী দিন বিকেল ৩টায় উদ্ভাবনী বিষয়ক সেমিনার, বিকেল সাড়ে ৪টায় জেলা শিশু একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা সাড়ে ৫টায় প্রাথমিক শিক্ষা বিভাগের শিল্পী গোষ্ঠীর পরিবেশনা ও সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
সমাপনী দিন ৩১ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইনোভেশন প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাসস/জিই/কেএস/এসএস/২০০০/কেকে