ব্যালট ছিনতাইয়ের সুযোগ থাকলেও ইভিএম-এ তা নেই : সিইসি

168

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আগে ব্যালট ছিনতাইয়ের সুযোগ থাকলেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সে সম্ভাবনা নেই।
রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএম-এ ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিইসি বলেন, “সবগুলো কেন্দ্রে ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে যাতে জনগণ ভোট প্রদানের প্রক্রিয়া বুঝতে পারে। আগে জাল ভোটের সুযোগ ছিল, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল কিন্তু ইভিএমে সেটা থাকছে না।”
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে তিনি বলেন, ভোটারের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান নিশ্চিত করার জন্য কমিশন কাজ করছে। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে, এর মাধ্যমেই সেটা সম্ভব।