বাসস দেশ-১৯ : রাজধানীতে আনসার আল-ইসলামের এক সদস্য গ্রেফতার

109

বাসস দেশ-১৯
ডিএমপি-গ্রেফতার
রাজধানীতে আনসার আল-ইসলামের এক সদস্য গ্রেফতার
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধানকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদ (৩০)। মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, ওমর ফারুক আনসার আল-ইসলাম জঙ্গি সংগঠনের অন্যতম নীতি নির্ধারক। তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলার পলাতক আসামি। তিনি জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্যদের শারীরিক প্রশিক্ষণ দিতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ২০১৪ সালে ওমর ফারুক আনসার আল-ইসলামের সদস্য হন। তার সাথে চাকুরীচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ট যোগাযোগ ছিল। তিনি ঢাকা ও চট্টগ্রামে আনসার আল-ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন।
বাসস/সবি/এফএইচ/১৭০৫/কেকে