বাসস দেশ-১৩ : বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইভিএম দেখে সন্তুষ্ট : ইসি সচিব

110

বাসস দেশ-১৩
ইভিএম-সন্তুষ্টি
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইভিএম দেখে সন্তুষ্ট : ইসি সচিব
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখে সন্তুষ্ট হলেও বিএনপিতো তা দেখতে আসছেন না।
তিনি বলেন, “আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা ইভিএম দেখে গেছেন। তারা সন্তুষ্ট। কিন্তু বিএনপিই ইভিএম নিয়ে সন্তুষ্ট নয়, তারাতো আসছেন না। আমরাতো ওপেন রেখেছি। আপনারা এসে দেখেন। যদি তারা না আসেন, আমরা তাদের কীভাবে আনতে পারি।”
আগারগাঁও নির্বাচন ভবনে মঙ্গলবার কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ইভিএম-এ জালিয়াতির কোন সুযোগ নেই। যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারদের শনাক্ত করতে পারবেন ভোটগ্রহণ কর্মকর্তা। এক শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরো বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরে চাইলে এই ইভিএমের তথ্য জানা যাবে।
তিনি বলেন, “ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছে করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা দেখাতে পারবো।”
বাসস/এমএসএইচ/১৫৩০/-কেএআর