বাজিস-১১ : বরগুনায় ‘চাইল্ড হেল্পলাইন’ বিষয়ক কর্মশালা

274

বাজিস-১১
বরগুনা- চাইল্ড হেল্পলাইন
বরগুনায় ‘চাইল্ড হেল্পলাইন’ বিষয়ক কর্মশালা
বরগুনা, ২৭ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ চাইল্ড হেল্পলাইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিসেফের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার-এর সভাপতিত্বে এ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান।
বক্তব্য রাখেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল ফরাজী, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. খালেদা আক্তার প্রমুখ।
কর্মশালায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, শিশুপাচার রোধ, শিশুশ্রম ও বাল্যবিয়ে বন্ধ, শিশুদের আইনী সেবা ও পরামর্শ প্রদান, ঝুকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধার, টেলিফোনে তথ্য ও কাউন্সিলিং, শিশুর সুরক্ষায় ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন সামাজিক সুরক্ষায় সরকার একটি টোল ফ্রি নম্বর-১০৯৮ চালু করা হয়েছে।এ নম্বরে ফোন করতে কোন রকমের টাকা খরচ হবেনা।
বাসস/সংবাদদাতা/২০১৫/এমকে