তাবিথ আউয়ালের প্রার্থিতা চ্যালেঞ্জের রিট খারিজ

169

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
তাবিথ আউয়ালের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। তার পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মো. খায়রুল আলম চৌধুরী।
ব্যারিস্টার মো. খায়রুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, পর্যবেক্ষণ দিয়ে রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।