বাসস দেশ-১৯ : নির্বাচিত হলে ঢাকাকে বায়ু দূষণমুক্ত করা হবে : ইশরাক

108

বাসস দেশ-১৯
ইশরাক-মতবিনিময়
নির্বাচিত হলে ঢাকাকে বায়ু দূষণমুক্ত করা হবে : ইশরাক
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : নির্বাচিত হলে ঢাকাকে বায়ু দূষণমুক্ত করাসহ নারী-শিশুদের জন্য নিরাপদ শহরে পরিনত করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান।
সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, এডভোকেট তৈমূর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
ইশরাক হোসনে বলেন, “নির্বাচিত হলে জনগণের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো এবং শহরকে বাসযোগ্য করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হবে।”
বাসস/সবি/এমএসএইচ/১৮৫০/শআ