বাসস ক্রীড়া-১০ : সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর

115

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-টি-২০
সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর
লাহোর, ২৭ জানুয়ারি ২০২০ (বাসস) : বৃষ্টির কারণে পরিত্যক্ত গেছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০টি ম্যাচ। প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক পাকিস্তান। এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ব্যাট হাতে ২ ইনিংসে ৬৬ রান করেছেন বাবর। প্রথম ম্যাচে শূন্য রান করে বাংলাদেশের ডান-হাতি পেসার শফিউল ইসলামের বলে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন বাবর। ৪৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬৬ রান করেন বাবর। তার সাথে মোহাম্মদ হাফিজের ৪৯ বলে ৬৭ রানে ঐ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। সিরিজে সর্বোচ্চ রানের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন বাবর।
তবে সিরিজে সর্বোচ্চ রান বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি।
বাসস/এএমটি/১৮০০/নীহা