বাসস ক্রীড়া-৬ : ৫ ওভার ম্যাচের আশায় লাহোর

111

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-টি-২০
৫ ওভার ম্যাচের আশায় লাহোর
লাহোর, ২৭ জানুয়ারি ২০২০ (বাসস) : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারনে এখনো বিলম্বিত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে টস ও দুপুর ৩টায় মাঠের লড়াই শুরুর কথা ছিলো। কিন্তু অবিরাম বৃষ্টির কারনে এখনো টস করতে নামতে পারেনি দু’দল। তবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০মিনিটে ম্যাচ নিয়ে সর্বশেষ অবস্থা জানাবেন অফিসিয়ালরা। ঐ সময় ইতিবাচক পরিস্থিতি থাকলে, ৫ ওভারের লড়াইয়ে নামার সুযোগ পাবে বাংলাদেশ-পাকিস্তান। নয়তো অবস্থার পরিবর্তন না হলে, ম্যাচটি পরিত্যক্ত হবে।
অবশ্য পরিত্যক্ত হলে, কোন ক্ষতি হবে না পাকিস্তানের। কারন ইতোমধ্যে প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। তাই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। সেই সাথে এ ম্যাচ না হলেও, টি-২০ র‌্যাংকিং-এ নিজেদের শীর্ষস্থান ধরে রাখবে তারা। আর ম্যাচ হলে এবং সেটিতে হারলে শীর্ষস্থান হারাবে পাকিস্তান। অপরদিকে, সিরিজ হেরে যাওয়ায় লাভ বা ক্ষতি কিছুই হবে না বাংলাদেশের।
বাসস/এএমটি/১৭১০/নীহা