বাজিস-৩ : জয়পুরহাটে ৫ দিনব্যাপি স্কাউট লিডার বেসিক কোর্স শুরু

144

বাজিস-৩
জয়পুরহাট-স্কাউট লিডার
জয়পুরহাটে ৫ দিনব্যাপি স্কাউট লিডার বেসিক কোর্স শুরু
জয়পুরহাট, ২৭ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করে সৎ, যোগ্য, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোমবার বেলা ১১টায় কালাই ডিগ্রী কলেজে শুরু হয়েছে ৫দিনব্যাপি কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং জয়পুরহাটের কালাই উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় স্থানিয় কালাই ডিগ্রী কলেজে কাবিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫৬৮তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভ‚মি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ১০ জন প্রশিক্ষক দায়িত্ব পালন করছেন। ট্রেনিং কোর্সে কালাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন । প্রাথমিক বিদ্যলয়ের শিশুদের সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকদের ওই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিনফুজুর রহমান মিলন। কোর্স লিডার সিরাজুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, জেলা স্কাউটস সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, কালাই উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুল মোমেন প্রমূখ।
বাসস/সংবাদদাতা/১২৫৫/নূসী