বাসস দেশ-৩২ : ঢাকাবাসির উন্নয়নে কাজ করবো : তাবিথ আউয়াল

211

বাসস দেশ-৩২
তাবিথ-নির্বাচনী-প্রচারণা
ঢাকাবাসির উন্নয়নে কাজ করবো : তাবিথ আউয়াল
ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, মেয়র নির্বাচিত হলে তিনি ঢাকাবাসির উন্নয়নে কাজ করবেন। ঢাকাকে একটি সুন্দর ও আধুনিক সিটিতে রূপান্তরিত করার জন্য সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ শুরু করার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে তাবিথ বলেন, প্রচারণার আর মাত্র পাঁচদিন বাকি। ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তাবিথ আউয়াল বলেন, দু’টি সমস্যা আমরা দ্রæত সমাধান করবো। একটি হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও অপরটি বায়ু দূষণ রোধ।
তিনি বলেন, ‘মেয়র না হয়েও অতীতে বিভিন্ন সময় ঢাকার উন্নয়নে অবদান রেখেছি। নির্বাচিত হলে উন্নয়নে আরও বেশি অবদান রাখার সুযোগ পাবো।’
গণসংযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তাবিথ আউয়াল আজ ৮, ১৬, ১৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন। এসময় তিনি লিফলেট বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৯৫৭/অমি