বাজিস-৭ : হবিগঞ্জে পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পে ৭৮০জন দুস্থ নারীর কর্মসংস্থান হচ্ছে

114

বাজিস-৭
হবিগঞ্জ- কর্মসংস্থান
হবিগঞ্জে পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পে ৭৮০জন দুস্থ নারীর কর্মসংস্থান হচ্ছে
হবিগঞ্জ, ২৬ জানুয়ারি ২০২০ (বাসস): জেলায় ৭৮টি ইউনিয়নে পল্লী সড়ক রক্ষনাবেক্ষণের মাধ্যমে চলাচল উপযোগি রাখার জন্য গৃহিত প্রকল্পে ৭৮০জন দুঃস্থ নারীর কর্মসংস্থান হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তাবায়নাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় হবিগঞ্জেও এ সুযোগ সৃষ্টি হবে।
এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নিয়মিত রক্ষনাবেক্ষনের মাধ্যমে গ্রামীন সড়কগুলো সারাবছর চলাচলের উপযোগি থাকবে। পাশাপাশি জেলার ৭৮০জন দুস্থ নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি জানান, হবিগঞ্জে চলতি বছরের এপ্রিল থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।এ প্রকল্পে নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে বিধবা,স্বামী পরিত্যক্তা এবং নারীপ্রধান পরিবারের নারী শ্রমিক, ভূমিহীন বা শূন্য দশমিক পাঁচএকরের কম জমির মালিক এবং মেরামতের জন্য তালিকাভুক্ত সড়কের কাছে বসবাসকারী নারীদের অগ্রাধিকার দেয়া হবে।
বাসস/সংবাদদাতা/১৭২০/এমকে