বাসস দেশ-১০ : ভারতীয় হাইকমিশনে ৭১তম গণতন্ত্র দিবস উদযাপিত

107

বাসস দেশ-১০
ভারতীয় দূতাবাস – গণতন্ত্র দিবস
ভারতীয় হাইকমিশনে ৭১তম গণতন্ত্র দিবস উদযাপিত
ঢাকা,২৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে তাদের চ্যান্সেরি প্রাঙ্গণে আজ ভারতের ৭১তম গণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এরপর তিনি জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতির দেয়া ভাষণ পাঠ করেন।
এছাড়াও এ অনুষ্ঠানে ভারত থেকে আগত ভারতীয় সেনাবাহিনীর মহার রেজিমেন্টাল ব্যান্ড ভারতীয় জাতীয় সংগীত পরিবেশন করে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়,বাংলাদেশে অবস্থানরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক গণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বৈচিত্রের মাঝে ভারতের ঐক্যকে তুলে ধরেন।
বাসস/সবি/জেডআরএম/১৭২০/শআ