বাসস ক্রীড়া-৮ : পাকিস্তানের উইকেট নিয়ে এবার সমালোচনায় ইনজামাম-শোয়েব

121

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-টি-২০
পাকিস্তানের উইকেট নিয়ে এবার সমালোচনায় ইনজামাম-শোয়েব
লাহোর, ২৫ জানুয়ারি ২০২০ (বাসস) : লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও পেসার শোয়েব আক্তার। গতকালের প্রথম টি-২০ শেষে করাচির উইকেট নিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে ক্ষোভ দেখান ইনজি ও শোয়েব। অবশ্য ম্যাচ শেষ হবার পর সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ম্যাচের সেরা খেলোয়াড় শোয়েব মালিকও।
করাচিতে সিরিজে প্রথম টি-২০তে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। উইকেট দেখে যেমনটা ভেবেছিলেন, ব্যাট হাতে নেমে বুঝলেন উল্টো। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল মোহাম্মদ নাইম উইকেট বাঁচিয়ে খেলে প্রথম ১১ ওভারে মাত্র ৭১ রান তুলতে পারেন। শুধুমাত্র ওপেনাররাই নন, পরের দিকের ব্যাটসম্যানরাও রান তুলতে মাথার ঘাম পায়ে ফেলেছেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রানের পুঁিজ পায় বাংলাদেশ।
১৪১ রানের টার্গেট টপকাতে কাঠ-খড় পুড়াতে হয়েছে পাকিস্তানকেও। শেষ ওভারের তৃতীয় বলে গিয়ে জয়ের স্বাদ নিতে হয় তাদের। আর সেটিও সম্ভব হয়েছে অভিজ্ঞ মালিকের ব্যাটিং দৃঢ়তায় ও বাংলাদেশের ফিল্ডারদের ভুলে। ৪৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন মালিক।
ম্যাচ শেষে উইকেট নিয়ে সমালোচনা করতে ভুল করেননি মাহমুদুল্লাহ ও মালিক। মাহমুদুল্লাহ বলেছিলেন, ‘উইকেট ছিল অবাক করার মতো এবং বল যত পুরনো হয়েছে শট খেলা তত কঠিন হয়েছে।’
মালিক বলেছিলেন, ‘শুরু থেকে আমি যেটা দেখেছি এই উইকেটে নতুন বলে খেলা যচ্ছিল। তবে পুরনো বলে খেলা কঠিনই ছিলো।’
মাহমুদুল্লাহ-মালিক যে ভুল বলেননি সেটি প্রমাণ হলো পাকিস্তানের দুই সাবেক খেলোয়াড়ের সমালোচনায়। ইনজামাম বলেন, ‘ম্যাচটা আমার কাছে টি-২০ মতো লাগেনি। আরও ভালো উইকেট বানানোর অনুরোধ কিউরেটরদের প্রতি। উইকেট কঠিন ছিল, তাই ১৪২ রানও বড় মনে হয়েছে। ১৮০-১৯০ রান করার মত উইকেট দরকার। তাতে ব্যাটসম্যানরা বড় রান করতে পারবে, বোলাররা রান আটকাতে শিখবে।’
শোয়েব বলেন, ‘আমরা যে উইকেট বানিয়েছি, সেটা শতভাগ নি¤œমানের উইকেট ছিল। টি-২০তে ক্রিকেটপ্রেমিরা বড় ইনিংস দেখতে চায়, ২০০ রান দেখতে চায়। কিন্তু এমন উইকেটে ব্যাটসম্যানরা খেলতে পারছে না, বোলাররা গতি পাচ্ছে না, বাউন্স নেই। খুবই বাজে উইকেট ছিলো।’
বাসস/এএমটি/১৭২০/স্বব