লক্ষ্মীপুরে কৃষকের মাঝে বীজ সংরক্ষণ পাত্র বিতরণ

624

লক্ষ্মীপুর, ৮ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার সদর উপজেলার ১৪০ জন কৃষকের মাঝে প্রদর্শনীর বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ পাত্র বিতরণের করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বাসস’কে জানান, ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে বীজ সংরক্ষণ করার জন্য, রবি মৌসুমের ৯৫ জন ও আউস মৌসুমে ৪৫ জন কৃষককে বাস্তবায়িত প্রদর্শনীর বীজ সংরক্ষণ পাত্র দেওয়া হয়। তিনি আরো জানান, ইতি পূর্বে বিঘা প্রতি জমি আবাদের জন্য ১৪০ জন কৃষককের প্রত্যেকে ৮ কেজি কওে বিভিন্ন প্রজাতির ধান বীজ ও কীটনাশক দেওয়া হয়েছে। সেই উৎপাদিত ধান থেকে বীজ সংরক্ষণের জন্য এই বীজ পাত্র দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।