বাসস ক্রীড়া-৬ : ক্লে কোর্টেও শুরু হতে যাচ্ছে রিভিউ সিস্টেম

120

বাসস ক্রীড়া-৬
টেনিস-এটিপি
ক্লে কোর্টেও শুরু হতে যাচ্ছে রিভিউ সিস্টেম
যুক্তরাষ্ট্র, ২৫ জানুয়ারি ২০২০ (বাসস) : প্রথমবারের মত ক্লে কোর্ট টেনিসেও শুরু হতে যাচ্ছে রিভিউ সিস্টেম। চলতি বছর ক্লে মৌসুম দিয়েই এই পদ্ধতির সূচনা করতে চায় এটিপি। আগামী ফেব্রæয়ারিতে রিও ডি জেনিরোর মাধ্যমে ক্লে কোর্ট মৌসুম শুরু হচ্ছে।
এর আগে হার্ড ও গ্রাস কোর্টে এই পদ্ধতি চালু হলেও ক্লে কোর্টের খেলোয়াড়রা আম্পায়ারের কোন সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে তা চ্যালেঞ্জ করতে পারতো না। ক্লে কোর্টের লাল বালুতে বলের সঠিক অবস্থান নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হচ্ছিল। আম্পায়াররা প্রায়শই এই ধরনের ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়তেন।
ইলেকট্রনিক রিভিউ সিস্টেম গ্র্যান্ড ¯ø্যাম ছাড়াও মন্টে কার্লো, মাদ্রিদ ও রোম মাস্টার্সেও ব্যবহৃত হচ্ছে। এক বিবৃতিতে এটিপি ট্যুর বলেছে, ‘ক্লে কোর্টে এই ইলেকট্রনিক রিভিউ পদ্ধতি চালু হলে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে আম্পায়াররা আরো নিখুঁত সিদ্ধান্ত দিতে পারবেন।’
বাসস/নীহা/১৭০০/স্বব