বাজিস-২ : চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

131

বাজিস-২
চাঁদপুর- কারেন্ট জাল
চাঁদপুরে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুর, ২৪ জানুয়ারি ২০২০ (বাসস) : জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীতে আজ অভিযান চালিয়ে দেড়লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কাটাখালি থেকে চরভৈরবি ও গাজীপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী ও হাইমচরের নদীএলাকায় দায়িত্বরত বাংলাদেশ কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুল মতিন নেতৃত্ব দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদ্বীপ ভট্টাচার্য জানান, চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি থেকে চরভৈরবি ও গাজীপুর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেড়লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে স্থানীয় কোস্টগার্ড-এর জেটি ঘাটে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অভিযানকালে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যবৃন্দ ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮১৫/এমকে