বাসস ক্রীড়া-৫ : অবসরের কাছাকাছি চলে এসেছি : হার্নান্দেজ

133

বাসস ক্রীড়া-৫
ফুটবল-এমএলস
অবসরের কাছাকাছি চলে এসেছি : হার্নান্দেজ
লস এ্যাঞ্জেলস, ২৪ জানুয়ারি ২০২০ (বাসস) : ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন বলে স্বীকার করেছেন মেক্সিকোর তারকাফুটবল স্ট্রাইকার জেভিয়ার হার্নান্দেজ স্বীকার । তবে এখনই তিনি বিদায় বলতে নারাজ।
ইউরোপীয়ান ফুটবলে প্রায় এক দশকেরও বেশী সময় সাফল্যের সাথে কাটানো পর সম্প্রতি হার্নান্দেজ মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছেন। গ্যালাক্সির সাথে তিন বছরের চুক্তি করেছেন এই মেক্সিকান। যুক্তরাষ্ট্রে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী হার্নান্দেজ বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শীর্ষ সারির ক্লাবে নিজের সেরাটা দেবার চেষ্টা করেছি। এখানে আসার অর্থই হলো নিজের অভিজ্ঞতা দিয়ে এখানকার ফুটবলকে সমৃদ্ধ করা। অবসরের কাছাকাছি চলে এসেছি, সে কারনেই এখানে আসা। হতে পারে সেটা আরো ১০ বছর পরে। ৪০ বছর বয়সেও আমি খেলতে চাই। এখানে না হোক, অন্য কোন দেশে, অন্য কোন ক্লাবে। তবে এখনই বিদায় বলতে চাই না।’
বাসস/নীহা/১৭২৫/স্বব