বাসস দেশ-৩৭ : ঢাকার চারপাশে নদীতীর রক্ষা ও সবুজায়নে এগিয়ে আসুন : নৌ-সচিব

289

বাসস দেশ-৩৭
নৌ-সচিব-মতবিনিময়
ঢাকার চারপাশে নদীতীর রক্ষা ও সবুজায়নে এগিয়ে আসুন : নৌ-সচিব
ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকার চারপাশে নদীতীর রক্ষা ও সবুজায়ন কর্মসূচিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ।
তিনি আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে নদীতীর রক্ষা,পরিবেশ উন্নয়নে নির্মিত স্থাপনাদি সংরক্ষণ এবং রোপিত বৃক্ষ পরিচর্যায় আগ্রহী ব্যক্তি সংগঠনসমূহের সাথে মতবিনিময়কালে এই আহবান জানান।
নৌপরিবহন সচিব ঢাকার চারদিকে স¤প্রতি উদ্ধারকৃত তীরভূমিতে উন্নয়ন ও সবুজায়ন করার লক্ষ্যে সামাজিক বনায়নের কর্মসূচী গ্রহনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি দেশের বর্তমান পরিবেশগত দিক বিবেচনা করে নদীরক্ষা এবং দূষণমুক্ত পানিপ্রবাহসহ সবুজ বনায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি এসময় ঢাকার চারপাশের নদীতীর রক্ষা ও সবুজায়ন কর্মসূচিতে এগিয়ে আসায় আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডবিø¬উটিএ’র চেয়ারম্যান কমডোরগোলাম সাদেক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০০জন আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকা শহরের চারদিকে সবুজ বনায়ন ও সামাজিক আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করে দেশ ও জাতির জন্য নিজেদের সেচ্ছাশ্রমের বিষয়ে অঙ্গীকার করেন।
সভায় আগ্রহীদের কোন এলাকায় বৃক্ষরোপনে আগ্রহী তার বিবরণ উল্লেখ পূর্বক আবেদন করার আহবান জানানো হয়।
বাসস/সবি/এমএমবি/২০০৫/শআ