বাসস ক্রীড়া-৭ : প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

109

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-সিরিজ
প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
করাচি, ২৩ জানুয়ারি ২০২০ (বাসস) : কাল থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। এই প্রথমবারের মত তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সংক্ষিপ্ত ভার্সনে দ্বিপাক্ষীক সিরিজে কখনোই তিন ম্যাচের সিরিজ খেলেনি দু’দল। তিনটি দ্বিপাক্ষীক সিরিজে ১টি করে ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে দু’টিতে পাকিস্তান ও একটিতে জয় পায় বাংলাদেশ।
২০১৫ সালে দেশের মাটিতে একমাত্র টি-২০ সিরিজটি জিতেছিলো বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বাধীন দলটি।
পাকিস্তান দু’টি সিরিজের একটি জিতেছে দেশের মাটিতে, অন্যটি বাংলাদেশের মাটিতে। ২০০৮ সালে দেশের মাটিতে ও ২০১১ সালে বাংলাদেশের মাটিতে এক ম্যাচের সিরিজ জিতে পাকিস্তান।
টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১০বারের দেখায় ৮বার জিতেছে পাকিস্তান। দু’বার জয় বাংলাদেশের। টাইগারদের দু’টি জয়- ২০১৫ সালে দ্বিপাক্ষীক সিরিজে এবং ২০১৬ সালে দেশের মাটিতে এশিয়া কাপে। প্রথমটি ৭ উইকেটে ও এশিয়া কাপে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
বাসস/এএমটি/১৭৩০/স্বব