নড়াইলের লোহাগড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

463

নড়াইল, ২২ জানুয়ারি, ২০২০ (বাসস): জেলার লোহাগড়া উপজেলায় আজ ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০১৯-২০অর্থবছরে ঘুর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় ভুট্টা ও শাকসবজি এবং পরবর্তি খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগচাষের জন্য এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ বুধবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাখি ব্যানার্জি।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচশ’ ৫০জন কৃষকের মাঝে ভুট্টা ও সবজি বীজ এবং এমওপি ও ডিএফপি সার বিতরন করা হয়।