বাসস দেশ-৮ : রেনু হত্যা মামলার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

104

বাসস দেশ-৮
রেনু-মামলা-প্রতিবেদন
রেনু হত্যা মামলার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি
ঢাকা, ২২ জানুয়ারি, ২০২০ (বাসস) : রাজধানীর বাড্ডা এলাকার তাসলিমা বেগম রেনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে বিক্ষুব্ধ জনতার গনপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন।
এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আজ বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান মামলার পরবর্তী দিন ধার্য করেন।
বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর উত্তর বাড্ডায় গত ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিন রেনুর ভাগ্নে নাসির উদ্দিন বাদি হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫শ’ জনকে আসামি করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭০৫/অমি