বাসস দেশ-২ : শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে

123

বাসস দেশ-২
আবহাওয়া-পূর্বাভাস
শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
ঢাকা, ২২ জানুয়ারি, ২০২০ (বাসস) : দেশের কিছিু কিছু এলাকায় বয়ে যাওয়া মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, নিকলী ও সীতাকুন্ডু অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং যা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বুধবার শ্রীমঙ্গলে সর্বনি¤œ তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ২৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিট।
পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।
বাসস/সবি/এফএইচ/১৪৫৫/এমএসআই