বাজিস-১২ : নড়াইলের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

111

বাজিস-১২
নড়াইল- বীজ ও সার
নড়াইলের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নড়াইল, ২১ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলার কালিয়া উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আজ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ছয়শ’ কৃষকের মাঝে ভুট্টা, সবজি বীজ এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগডাল চাষের জন্য এমওপি ও ডিএফপি সার বিতরন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ।
এ সময় কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯০১/এমকে