বাসস ক্রীড়া-৫ : কোচ হতে চান কেম্পেস

108

বাসস ক্রীড়া-৫
ফুটবল-কেম্পেস
কোচ হতে চান কেম্পেস
বুয়েন্স আয়ার্স, ৮ জুলাই ২০১৮ (বাসস) : আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হবার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক ও কিংবদন্তি ফুটবলার মারিও কেম্পেস। তিনি বলেন, ‘আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, এটি দেখে আমাদের সকলের খারাপ লেগেছে। আমি আর্জেন্টিনার কোচ হতে আগ্রহী।’
বর্তমানে ইএসপিএনের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা কেম্পেস আরও বলেন, ‘আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাবার জন্য যা যা করার দরকার সবই আমি করতে পারবো। তাই আমি জাতীয় দলের দায়িত্ব নিতে চাই। দলকে সাফল্য এনে দেয়ার জন্য নিজেকে উজার করে দেবো। যেমনটা জাতীয় দলের জার্সি গায়ে খেলোয়াড়ি জীবনে করেছিলাম।’
১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছেন কেম্পেস। জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচে ২০ গোল করেন তিনি। ১৯৭৮ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্ট্রাইকার কেম্পেস। ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৮ ও ১০৫ মিনিটে দু’টি গোল করেন তিনি। তার নৈপুণ্যেই বিশ্বকাপের শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা।
খেলোয়াড়ি জীবন শেষে ১৯৯৫ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন কেম্পেস। ২০০২ সাল পর্যন্ত সাতটি ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। বড় বা জনপ্রিয় কোন দলের ম্যানেজার ছিলেন না কেম্পেস। তবে ২০০২ সাল থেকে ফুটবল থেকে দূরেই রয়েছেন তিনি। তারপরও জাতীয় দলের কোচ হবার জন্য ৬৩ বছর বয়সী কেম্পেস প্রস্তুত বলে জানান, ‘আমি জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত। ফুটবল সর্ম্পকে আমার ভাল জ্ঞান আছে, যা বলার অপেক্ষা রাখে না।’
বাসস/এএমটি/১৬৫৫/মোজা/স্বব