বাসস দেশ-২১ : যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে নার্সদের কর্মসংস্থানের সম্ভাবনা : উপ-উপাচার্য

118

বাসস দেশ-২১
বিএসএমএমইউ-সেমিনার
যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে নার্সদের কর্মসংস্থানের সম্ভাবনা : উপ-উপাচার্য
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২০ (বাসস) : যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষজ্ঞ নার্সদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার।
তিনি আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এ বøক অডিটোরিয়ামে আয়োজিত ইংল্যান্ডে বাংলাদেশের নার্সদের চাকুরী সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিএসডিটিআরসিটি’র উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনিসুর রহমান ফরাজি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের নিউহাম এনএইচএস হাসপাতালের নার্সিং বিশেষজ্ঞ নূর বেগম।
শহীদুল্লাহ সিকদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ নার্স তৈরির উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের চাহিদা মিটিয়ে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞ নার্সদের চাকুরীর ব্যাপারে উৎসাহ প্রদান করছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউটে বিশেষজ্ঞ নার্স তৈরির কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
সেমিনারে নার্সিং বিশেষজ্ঞ নূর বেগম বলেন, ইউরোপের একজন নার্স প্রতি মাসে ৭ থেকে ১৪ লাখ টাকা আয় করতে পারেন। তবে এর জন্য অবশ্যই ইংরেজি ভাষায় ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে।
বাসস/সবি/এফএইচ/১৯০০/কেকে