বাসস ক্রীড়া-১১ : পিএসজিকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দিতে চান এমবাপ্পে

122

বাসস ক্রীড়া-১১
ফুটবল-এমবাপ্পে-পিএসজি
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দিতে চান এমবাপ্পে
ব্যাংনোলেট (ফ্রান্স), ২১ জানুয়ারি ২০২০ (বাসস/এএফপি): ইউরো ২০২০ ও টোকিও অলিম্পিক গেমসের পাশাপাশি নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) এবারের আসরের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দেয়ার স্বপ্ন দেখছেন ফরাসি আন্তর্জাতিক ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে।
সোমবার প্যারিসে নিজের দাতব্য সংস্থার উদ্বোধণকালে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়ার নায়ক ২১ বছর বয়সি পিএসজি তারকা এমবাপ্পের কাছে নতুন বছরের প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি নিজের নিজের স্বপ্নের কথা বলেন।
এমবাপ্পে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমেস, এই ট্রেবল শিরোপা জয় করতে পারলে মন্দ হয়না। এই মুহূর্তে এটি কঠিন মনে হলেও আমি এই স্বপ্ন পূরণ করতে চাই। দেশকে ইউরোপীয় শিরোপা অক্ষুন্ন রাখতে সহায়তার পাশাপাশি পিএসজিকে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দিতে পারলে আমি গর্বিত হব।’
আগামী ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ইউরোপের ১২টি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টের খেলা। আর ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত জাপানের টোকিও নগরীতে অনুষ্ঠিত হবে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট।
শিশু তহবিলের জন্য ‘কেএম অনুপ্রেরণা’ নামক দাতব্য সংস্থার উদ্বোধন করেছেন এমবাপ্পে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭৩৫ /স্বব