বাজিস-১০ : ঝিনাইদহে দুইদিন ব্যাপি বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

102

বাজিস-১০
ঝিনাইদহ-অলিম্পিয়াড
ঝিনাইদহে দুইদিন ব্যাপি বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
ঝিনাইদহ, ২১ জানুয়ারি, ২০২০ (বাসস): ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আজ জেলায় দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলার আয়োজন করে।
আজ মঙ্গলবার সকালে এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।
২ দিন ব্যাপী এ মেলায় সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪০ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শণ করেছে। এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিষ্কৃত বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে।
বুধবার বিকেলে এই মেলা শেষ হবে।
বাসস/সংবাদদাতা/১৭২৭/এমকে