বাসস ক্রীড়া-৪ : কাল ঢাকা আসছেন জুলিও সিজা

107

বাসস ক্রীড়া-৪
ফুটবল-বঙ্গবন্ধু-ফিফা-শুভেচ্ছা দূত
কাল ঢাকা আসছেন জুলিও সিজার
ঢাকা, ২১ জানুয়ারি ২০২০ (বাসস): জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ফিফার শুভেচ্ছা দূত হিসেবে আগামীকাল ঢাকা আসছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তী গোলরক্ষক জুলিও সিজার। ব্রাজিলের হয়ে ২০০৬, ১০ ও ১৪ বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০০৯ ও ’১৩ সালে ব্রাজিলের কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন জুলিও।
এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে লিসবন থেকে বিকেল ৪.৫৫ মিনিটে ঢাকায় পেঁৗঁছানোর কথা রয়েছে জুলিওর। তার সঙ্গে থাকবেন ফিফা লিজেন্ড কমিটির এক কর্মকর্তা। ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে অবস্থান করবেন সাবেক এই গোল রক্ষক। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে দিন শুরু করবেন। সেখান থেকে বাড্ডার বেরাইদে যাবেন। বেরাইদের বাফুফের একাডেমীতে গোলরক্ষকদের সঙ্গে বিশেষ সময় কাটাবেন। বেরাইদ থেকে দুপুরের দিকে বাফুফে ভবনের আর্টিফিশিয়াল টার্ফে মহিলা ফুটবলারদের অনুশীলন দেখবেন তিনি। এরপর বাফুফে ও ফুটবল সংগঠকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করে ঐদিন রাতেই বাংলাদেশ ত্যাগ করবেন জুলিও সিজার।
বাসস/এএসজি/এমএইচসি/১৬৪০/স্বব